Video: বাসন্তীতে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', বিধায়কের সামনেই চলল চেয়ার ছোড়়াছুঁড়ি!

আহত হলেন বেশ কয়েকজন।

Updated By: Dec 23, 2021, 04:46 PM IST
Video: বাসন্তীতে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', বিধায়কের সামনেই চলল চেয়ার ছোড়়াছুঁড়ি!

নিজস্ব প্রতিবেদন: বাসন্তীতে ফের তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'। বিধায়কের উপস্থিতিতে দু'পক্ষের মধ্যে চলল চেয়ার ছোড়াছুঁড়ি! আহত হলেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। 

জানা গিয়েছে, এদিন বাসন্তীর কাঠালবেড়িয়া গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূল। দলের কর্মী-সমর্থকরা তো বটেই, ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল মণ্ডলও। তাহলে? অভিযোগ, বিধায়কের সামনে দলের দু'পক্ষের মধ্যে গণ্ডগোল বেধে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একসময়ে একে অপরের দিকে চেয়ার ছুঁড়তে শুরু করেন তাঁরা। আর তাতেই আহতও হন বেশ কয়েকজন। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

 

যদিও দলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তাঁর দাবি, 'এটা অপপ্রচার। মানুষকে বিভ্রান্ত করছে। কোনও অশান্তি বা গণ্ডগোল হয়নি। সামান্য একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। অশান্তি বড় আকার নেয়নি। ৬০০ মানুষ রক্তদান করেছেন'। বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ কিন্তু নতুন নয়। বরং অশান্তি প্রায় রোজকারের ঘটনা। এমনকী, গুলিও চলেছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.