এই ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
তথাগত চক্রবর্তী: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অষ্টম শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকায় ৷ ঘটনার তদন্তে নেমে মুল অভিযুক্ত সহ মোট তিনজনকে আটক করেছে কুলতলি থানার পুলিস ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে কুলতুলি থানার পুলিস৷
পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে বাথরুমে গিয়েছিল নির্যাতিতা ৷ সেইসময় তার মুখে গামছা চাপা দিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে নিয়ে গিয়ে দুই যুবকের একজন তার হাত ও পা চেপে ধরে রাখে ৷ অন্যজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ঘটনার পর নির্যাতিতাকে ঘটনাস্থলে ফেলেই পালিয়ে য়ায় অভিযুক্তরা ৷ সকালবেলায় পরিবারের লোক তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ৷
জিজ্ঞাসাবাদের পর ঘটনার কথা জানা যায় ৷ এই ঘটনায় নির্যাতিতার মা কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ প্রতিবেশী যুবক সঞ্জিত বাগ তাকে ধর্ষণ করেছে। রণজিত ভুঁইঞা ও দুধকুমার ভুঁইঞা তাকে কুকর্মে সাহায্য করে ৷ নির্যাতিতার হাত-পা তারাই জোর করে চেপে ধরে রাখে বলে অভিযোগ ৷ এই ঘটনায় ৩৭৬ ধারায় ও পকসো ১ আইনে মামলা রুজু করেছে পুলিস ৷
বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত সহ তিনজনকে আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন, Barrackpore Shootout: সোনার দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২, পুলিসকে তোপ অর্জুন সিং-এর
IND
(62.1 ov) 192 (112.3 ov) 387
|
VS |
ENG
00(0 ov) 387(119.2 ov)
|
Full Scorecard → |
WI
225(70.3 ov)
|
VS |
AUS
16/1(9 ov)
|
Full Scorecard → |
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
GER
(18.4 ov) 140
|
VS |
TAN
146/5(16.5 ov)
|
Tanzania beat Germany by 5 wickets | ||
Full Scorecard → |