Mamata Banerjee: 'ভোটে বিজেপির গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে', বাঁকুড়ায় রণংদেহি মমতা
Bankura News: তৃণমূল সুপ্রিমো বলেন, 'আগের বার বিজেপি দুই আসন এই জেলায় জিতেছে। তারা কি জেতার পর একবারও এসেছে? আপনাদের কিছু দিয়েছে? তাদের কি দেখতে পেয়েছেন? ভোট আসলেই ওরা আবার আসবে।'
সুতপা সেন: লোকসভা ভোটে বিজেপির গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। বাঁকুড়ার সভা থেকে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ মমতার। জেলার দুই আসনই চাই, বার্তা মমতার। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'আগের বার বিজেপি দুই আসন এই জেলায় জিতেছে। তারা কি জেতার পর একবারও এসেছে? আপনাদের কিছু দিয়েছে? তাদের কি দেখতে পেয়েছেন? ভোট আসলেই ওরা আবার আসবে। এবার ওদের গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। বাংলার ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে। আমাদের মত এত স্কিম আর কোথাও দেখতে পাবেন না।'
আরও পড়ুন, Koustav Bagchi resigns: অধীরদের দোষারোপ! শেষমেশ দলত্যাগ কৌস্তভ বাগচীর
এমনকী বাংলার প্রতি বঞ্চনা নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের ভাগের টাকা দেয় না। আমার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। যারা বাংলাকে বঞ্চিত, অত্যচারিত করেছে। তাদের বিরুদ্ধে বাংলায় উঠুক টর্নেডো, টর্পেডো, গর্জন। বাংলা যাই করবে দেশে এক নম্বর হবে।'
নাম না করে সন্দেশখালি প্রসঙ্গেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন সন্দেশখালির। এই দাবি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সিঙ্গুর সিঙ্গুরই। নন্দীগ্রাম নন্দীগ্রামই। কোথাও রক্ত ঝড়ুক, অত্যাচার হোক আমি চাই না। আমি জ্ঞানত কোনও অন্যায় করি না। মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব। আমি সেই কাজ করব।'
বিরোধীদের উদ্দেশ্য তাঁর হুঁশিয়ারি, 'আমার ভান্ডারেও অনেক স্টক আছে। খুলব নাকি সেই ভান্ডার। ভোট আসলেই সাজানো নাটক করে। সব ভাঁওতা আর মিথ্যা ইউটিউব আর টিভিতে। আমি এত কাজ করি তাও আমাকে গাল দেয়। আমি বলি আমাকে যত গাল দাও। আমার সঙ্গে মানুষ আছে।' প্রসঙ্গত, জঙ্গলমহলে ভোটে ফ্যাক্টর আদিবাসী ভোট। তাদের দীর্ঘদিনের দাবি, সারি আর সারনা ধর্মের কেন্দ্রের স্বীকৃতি। এবার তাদের দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)