জেলে থেকে বাংলাকে জেতাব: বাঁকুড়া থেকে মমতা
আরে চান্সই নেই তো বাইচান্স!' বিজেপি প্রসঙ্গে মমতা
নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়া-সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ারই এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী আজ তীব্র আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। সেখানে তাঁর আক্রমণের নিশানায় এ রাজ্যের তিনদলই-- বিজেপি-কংগ্রেস-সিপিএম।
তবে স্বাভাবিক নিয়মেই বিজেপির প্রতি প্রায় খড়্গহস্ত মমতা। বাঁকুড়ায় ক'দিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। তা নিয়ে নানা বিতর্ক বহুদিন থেকেই চলছে। সেই প্রসঙ্গও টেনে আনেন মমতা। বলেন আদিবাসী বাড়ি ধার করে খেলেন তিনি। খাবার এল বাইরে থেকে।
আর এই বিজেপি প্রসঙ্গেই তিনি জানান, 'ওদের অনেক টাকা। ফোন করে টাকা অফার করছে।' তার পরই তিনি সম্ভবত বিজেপির দিকে ঝুঁকে-থাকাদেরও সমালোচনা করেন। বলে দেন, 'অনেকেই মনে করছেন, যদি বাইচান্স (বিজেপি) চলে আসে। আরে চান্সই নেই তো বাইচান্স!' বলেন, 'ভোট এলেই ধমাকানো, চমকানো। আমাকে জেলে ধরে দিন না। আমি জেল থেকে ভোট লড়ব। জেল থেকেই বাংলাকে জেতাব।' আর এই প্রসঙ্গেই তিনি বিহার-ভোটের ফলাফলের দিকে আঙুল তোলেন। জানান, লালুকে তো ধরে রেখেছে। তার পরেও বিহারে বিরোধীদের লড়াইয়ের কথা বলেন। বলেন, 'বিহারে ওটাকে জেতা বলে? ম্যানিপুলেশন করে জিতেছে।'
আরও পড়ুন: পশ্চিমবঙ্গকে 'দ্বিতীয় কাশ্মীর' বললেন দিলীপ ঘোষ, পাল্টা ববির