উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থনকে ফোনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

উচ্চ মাধ্যমিকে এবার প্রথম হয়েছেন গ্রন্থন। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় বিজ্ঞান বিভাগের আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে শীর্ষে কলা বিভাগের পতাকা পুঁতেছেন তিনি। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের নিরিখে ৯৯.২। 

Updated By: Jun 8, 2018, 03:15 PM IST
উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থনকে ফোনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্তকে ফোনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত জলপাইগুড়ি জেলা স্কুলের এই পড়ুয়া। ফোনে গ্রন্থনকে আগামীর শুভকামনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার বেলা ২টো নাগাদ মুখ্যমন্ত্রী গ্রন্থনকে ফোন করেন। উচ্চ মাধ্যমিকে এবার প্রথম হয়েছেন গ্রন্থন। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় বিজ্ঞান বিভাগের আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে শীর্ষে কলা বিভাগের পতাকা পুঁতেছেন তিনি। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের নিরিখে ৯৯.২। 

এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের টুইটারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। কামনা করেন তাঁদের উজ্জ্বল ভবিষ্যত্। 

.