ভবাদিঘি রেল প্রকল্প নিয়ে কঠোর অবস্থান মুখ্যমন্ত্রীর

ভবাদিঘি নিয়ে কঠোর অবস্থান মুখ্যমন্ত্রীর। নো কম্প্রোমাইজ নীতি। উন্নয়নের স্বার্থে রেললাইন প্রয়োজন। একাজে কোনও বাধা মানা হবে না। প্রয়োজনে আরও বড় ক্ষতিপূরণের ব্যবস্থা। তবে কাজ হবেই। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Updated By: Apr 5, 2017, 10:41 PM IST
ভবাদিঘি রেল প্রকল্প নিয়ে কঠোর অবস্থান মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ভবাদিঘি নিয়ে কঠোর অবস্থান মুখ্যমন্ত্রীর। নো কম্প্রোমাইজ নীতি। উন্নয়নের স্বার্থে রেললাইন প্রয়োজন। একাজে কোনও বাধা মানা হবে না। প্রয়োজনে আরও বড় ক্ষতিপূরণের ব্যবস্থা। তবে কাজ হবেই। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

হুগলির তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর। তীর্থস্থানগুলিকে এক লাইনে আনার স্বপ্ন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের। রেলমন্ত্রী থাকাকালীন ১৯৯৯ সালে প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের কাজ শুরু হলেও, আজ পর্যন্ত তা শেষ হয়নি। সম্প্রতি হুগলিতে ভবাদিঘি বুজিয়ে রেল লাইন পাতার কথা উঠতেই, এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।

আরও পড়়ুন- CPIM ও BJP-কে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

জলাশয় নেওয়া যাবে না, এই দাবিতে চলে ধুন্ধুমার। গ্রামবাসীদের একাংশ ক্ষতিপূরণ নিয়ে নিলেও, আরেক অংশ সরব বিরোধিতায়। এনিয়েই এবার মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, এ কাজে বাধা বরদাস্ত করা হবে না। নো কম্প্রোমাইজ নীতি। এপথেই হাঁটবে প্রশাসন। সাফ জানান মুখ্যমন্ত্রী।

বল এদিন কেন্দ্রের কোর্টেও ঠেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন সবার আগে, রাজনীতির উর্ধ্বে। বার্তা মুখ্যমন্ত্রীর।

.