Panagarh: বুধবার পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা, সাজসাজ রব পানাগড় শিল্পতালুকে

মঙ্গলবার বিকেলে কপ্টারে দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামবেন দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম

Updated By: Aug 31, 2021, 02:29 PM IST
Panagarh: বুধবার পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা, সাজসাজ রব পানাগড় শিল্পতালুকে

নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তার ঘেরাটোপে দুর্গাপুর। বিকেলে শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর গন্তব্য পানাগড় শিল্পতালুক। সেখানেই কাল তাঁর হাত দিয়ে স্থাপন হবে একটি কারখানার ভিত্তিপ্রস্তর।

আরও পড়ুন-Canning: বাঁচাতে হবে সুন্দরবন, মাতলার চরে ২ লাখ ম্যানগ্রোভ বীজ রোপণে এগিয়ে এলেন মহিলারা

পানাগড় শিল্পতালুকে শিল্পায়নের বার্তা দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তার পর এবার সেখানেই স্থাপন হচ্ছে একটি পলিফিল্ম কারখানা। বুধবার চারশো কোটি টাকার ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কারখানায় কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে কপ্টারে দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামবেন দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম। বুধবার দুপুর দেড়টা নাগাদ পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কথা বলবেন উদ্যোগপতিদের সঙ্গে।

আরও পড়ুন-US troops exit: শেষ আমেরিকান সেনা হিসেবে আফগানভূম ত্যাগ,  এই আর্মি জেনারেলের ছবি ভাইরাল 

অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রস্তুতি দেখতে আজ পানাগড় শিল্পতালুকে আসেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনার সুধীর কুমার নীলকণ্ঠম। আসেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

বুধবার যে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্থর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্থাপিত হবে তার উৎপাদন শুরু হতে ৩ বছর সময় লাগবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.