কয়লাকাণ্ডে দুর্গাপুরে শিল্পপতির বাড়ি-কারখানায় CBI তল্লাশি

এই শিল্পপতির বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ উঠেছে।

Updated By: Mar 16, 2021, 03:43 PM IST
কয়লাকাণ্ডে দুর্গাপুরে শিল্পপতির বাড়ি-কারখানায় CBI তল্লাশি

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুরে সিবিআই তল্লাশি। প্রতিষ্ঠিত শিল্পপতি সোনু আগরওয়ালের কাঁকসার একটি কারখানায় এদিন তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। পাশাপাশি দুর্গাপুরের বিধাননগরের A1/6 আমস্ট্রং অ্যাভনিউয়েতে তাঁর একটি বাড়িতেও তল্লাশি চালান তাঁরা। 

আজ সকাল থেকেই সিবিআইয়ের একটি বিশেষ দল কয়েকটি ভাগে ভাগ হয়ে দুর্গাপুরে ওই শিল্পপতির বাড়ি সহ কারখানায় অভিযান চালায়। সকাল ৯টা নাগাদ বিধাননগরের A1/6 আর্মস্ট্রং অ্যাভিনিউতে শিল্পপতি সোনু আগরওয়ালের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে ওই শিল্পপতির। আর তারপরই সিবিআই-এর নজরে শিল্পপতি সোনু আগরওয়াল। 

উল্লেখ্য, বছর দুয়েক আগেও এই শিল্পপতির বাড়িতে অভিযান চালিয়েছিল এনআইএ (NIA)। বারেবারেই এই শিল্পপতির বিরুদ্ধে নানা অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির অধিকারী হওয়ার। এবার তাঁর সাথে জুড়ল কয়লাকাণ্ড।

আরও পড়ুন, WB assembly election 2021 : 'কমিশনে নাক গলাচ্ছে,' শাহের বিরুদ্ধে কলকাতায় বসে চক্রান্তের অভিযোগে সরব Mamata

West Bengal Assembly Election : 'মমতাকেও মন্দিরে ছুটতে হচ্ছে, চণ্ডীপাঠ করতে হচ্ছে,' বিঁধলেন Yogi

.