জাঁকিয়ে শীত রাজ্যে! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

উত্তরবঙ্গে আজও "কোল্ড ডে" পরিস্থিতি।

Reported By: অয়ন ঘোষাল | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 20, 2019, 08:52 AM IST
জাঁকিয়ে শীত রাজ্যে!  কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

নিজস্ব প্রতিবেদন : উত্তুরে হাওয়ার পথ অবাধ। পৌষের শুরুতে জাঁকিয়ে শীত রাজ্যে।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারো জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। শহরে দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলে ছয়  ছুঁই ছুঁই পারদ।    

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা হাওয়া অফিসের। কলকাতা ,দুই ২৪ পরগনা ,দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম, হুগলি ,নদীয়া, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ।

উত্তরবঙ্গে আজও "কোল্ড ডে" পরিস্থিতি। ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামার সর্তকতা।

আরও পড়ুন - ১০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিতে রাজ্যের বিরুদ্ধে দেওয়ানি মামলার পথে রেল

.