চিকিত্সার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ

বৃহস্পতিবার চুঁচুড়ার বাসিন্দা পূর্ণিমা দাসের প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের সদস্যরা তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যান।

Updated By: Aug 26, 2018, 11:26 AM IST
চিকিত্সার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন:  চিকিত্‍সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। চুঁচুড়া সদর হাসপাতালের ঘটনা। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চুঁচুড়ার বাসিন্দা পূর্ণিমা দাসের প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের সদস্যরা তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়।

আরও পড়ুন: প্রোফাইল পিকচারেই মুগ্ধ হয়েছিলেন, ফেসবুকে প্রেম করে মহিলার হল ভয়ঙ্কর পরিণতি

প্রসূতির অভিযোগ,  প্রসবের পর সন্তানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বিষয়টি একাধিকবার কর্তব্যরত নার্স ও চিকিত্সকদের জানান তিনি। বারবার বলা সত্ত্বেও সাহায্য মেলেনি কর্তব্যরত নার্সদের। নজর দেননি চিকিত্‍সকরাও। সদ্যোজাতকে চাইল্ড কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। অভিযোগ, সদ্যোজাতর শারীরিক অবস্থা খারাপ জেনেও কোনও ব্যবস্থা নেননি চিকিত্সকরা।

.