তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একের পর এক মোটরসাইকেলে আগুন কোচবিহারে

ঘটনার জেরে মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকা ছাড়তে শুরু করেন স্থানীয়রা। ঘটনার পর বেশ কিছুক্ষণ গ্রামে পৌঁছতে পারেনি পুলিস।

Updated By: Feb 7, 2019, 08:19 PM IST
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একের পর এক মোটরসাইকেলে আগুন কোচবিহারে

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গ্রামছাড়া হলেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ি। দু'পক্ষের সংঘর্ষে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভেটাগুড়ির মহাকাল ধামে যুব তৃণমূলের একটি সভার প্রস্তুতি বৈঠক চলছিল। তখনই তৃণমূলের মূল সংগঠনের কর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক মোটরসাইকেলে। ঘটনায় দু'পক্ষের একাধিক সমর্থক আহত হয়েছেন। ঘটনার জেরে মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকা ছাড়তে শুরু করেন স্থানীয়রা। ঘটনার পর বেশ কিছুক্ষণ গ্রামে পৌঁছতে পারেনি পুলিস। 

টাকা ফেললেই মিলবে চাকরি, প্রাথমিক শিক্ষা দফতরেই ধরা পড়ল প্রতারক

কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। প্রায় রোজই জেলার কোথাও না কোথাও দুপক্ষের মধ্যে বাঁধে। বৃহস্পতিবারের সন্ধ্যা তার পুনরাবৃত্তি মাত্র।  

.