Covid আতঙ্কে বন্ধ ডুয়ার্সের সবচেয়ে বড় হাট, Lockdown-এর চেহারা ওদলাবাড়িতে
মালবাজারেও(Malbazar) আজ পুরোপুরি বন্ধ হাট। জানা গেছে গতকাল মালবাজার ব্লকে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: মাল,ওদলাবাড়িতে লাফিয়ে বাড়ছে করোন সংক্রমণ। মাল-এ ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ওদলাবাড়িতে ডুয়ার্সের সবচেয়ে বড় সাপ্তাহিক হাট বন্ধ করে দিল ওদলাবাড়ি পঞ্চায়েত। পাশাপাশি, ওদালবাড়ি বাজারও আজ বন্ধ। একেবারে লকডাউনের চেহারা এলাকায়।
আরও পড়ুন-ভোটে হারলেও আসানসোলের মন জিতে নিয়েছেন Saayoni
রবিবার ছুটির দিন হলেও গমগম করে ওদলাবাড়ির(Odlabari)। কিন্তু আজ তা একেবারে নিস্তব্ধ। শিলিগুড়ি-জলপাইগুড়ির রাস্তায় গাড়ি চলাচল করলেও ওদলাবাড়ি বাজারে মানুষের দেখা নেই।
শনিবার বিকেলে ওদলাবাড়ির এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে মারা গিয়েছেন। তারপর থেকে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওদলাবাড়ি এলাকায়। তাই রবিবার দিন রাস্তায় কেউ বের হননি।
আরও পড়ুন-১৬ ঘণ্টা বাড়িতে পড়ে রইল করোনায় মৃত বৃদ্ধার দেহ, করুণাময়ীতে চাঞ্চল্য
অন্যদিকে মালবাজারেও(Malbazar) আজ পুরোপুরি বন্ধ হাট। জানা গেছে গতকাল মালবাজার ব্লকে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেই কারনে মালবাজারেও মানুষজন আজ বাজারমুখি হননি।