ভ্যাকসিন সঙ্কটে কিছুটা সুরাহা, রাজ্যে এল ১ লক্ষ Covaxin

কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল রাজ্য সরকার।

Updated By: May 9, 2021, 09:37 AM IST
ভ্যাকসিন সঙ্কটে কিছুটা সুরাহা, রাজ্যে এল ১ লক্ষ Covaxin

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাক্সিনের (Covaxin) ডোজ। রবিবার সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় ১ লক্ষ টিকা। বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয়েছে টিকা। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল রাজ্য সরকার। আজ সেই বরাত থেকেই ১ লক্ষ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এরপর তা বিভিন্ন টিকাকেন্দ্রে পাঠানো হবে। তবে ভ্যাকসিন সঙ্কটের মধ্যেই কিছুটা হলেও সুরাহা মিলবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন তাঁর প্রথম কাজ হবে কোভিড মোকাবিলা। সেই মতো রাজ্যে টিকাকরণের বেগ বাড়াতে ভ্যাকসিনের চেয়ে পাঠানো হয়। করোনা রোধে লোকাল ট্রেন বন্ধ, গণ পরিবহনে কাঁটছাট সহ একাধিক পদক্ষেপ নিয়েছে নতুন সরকার।     

আরও পড়ুন: Covid মোকাবিলায় সামিল Belur Math, ৬০ শয্যার সেফ হোমের ব্যবস্থা
আরও পড়ুন: টানা শতাধিক দৈনিক মৃত্যু, শনিবার মৃতের সংখ্যায় রেকর্ড ভাঙল বাংলা

প্রসঙ্গত, শনিবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। ফলে, মৃত ও  আক্রান্তের সংখ্যায় রেকর্ড হয়েছে রাজ্যে। সংক্রমণে পাল্লা দিচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯৮৩ ও ৩৯৮৮। হাওড়ায় সংক্রমিত হয়েছেন ৯৬৩ জন। হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যা যথাক্রমে ৮৯৬ ও ৯৭৭। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ হাজার ৩৭৭ জনের। সংক্রমণের হার ৮.৯৩ শতাংশ। 

.