একদিনে করোনায় রাজ্যে সর্বাধিক মৃত্যু, তবে সুস্থতার হারেও রেকর্ড

করোনায় পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল।

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 25, 2020, 08:03 PM IST
 একদিনে করোনায় রাজ্যে সর্বাধিক মৃত্যু, তবে সুস্থতার হারেও রেকর্ড
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : ফের একদিনে নতুন করে প্রায় ৫০০ জন করোনায় আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গে। গত ২৪  ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। এরফলে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, এরাজ্যে এখনও পর্যন্ত মোট ১৫,৬৪৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আরও ১৫ জন করোনার শিকার হয়েছেন। একদিনে মৃত্যু হারের নিরিখে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক। আর এরসঙ্গেই করোনায় পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল। মোট মৃত এখনও পর্যন্ত ৬০৬। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৪,৮৫২ জন। 

তবে সুস্থতার হারেও রেকর্ড একদিনে। গত ২৪ ঘণ্টার নিরিখে ডিসচার্জ রেট ৬৫.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৮৮ জন। রিপোর্ট বলছে, এরাজ্যে এখনও পর্যন্ত করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ১০,১৯০ জন।

আরও পড়ুন, 'দিলীপবাবু নিমতলা ঘাটে বসে থাকুন, সকাল থেকে লাশ গুনুন' 

.