Covid In West Bengal: বাংলায় লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ, দৈনিক আক্রান্ত দেড় হাজার ছুঁই ছুঁই: সূত্র
শীর্ষে কলকাতা-ই। সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছেন মোট ৫৮৯ জন।
![Covid In West Bengal: বাংলায় লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ, দৈনিক আক্রান্ত দেড় হাজার ছুঁই ছুঁই: সূত্র Covid In West Bengal: বাংলায় লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ, দৈনিক আক্রান্ত দেড় হাজার ছুঁই ছুঁই: সূত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/29/380609-coronavirus-kolkata.jpg)
মৈত্রেয়ী ভট্টাচার্য: বাংলায় করোনা পরিস্থিতি ফের বাড়বাড়ন্ত। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজার ছুঁই ছুঁই।
সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪২৪ জন। জেলাভিত্তিক রিপোর্টে সেই শীর্ষে কলকাতা-ই। সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্ত হয়েছে কলকাতা শহরেই। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ৫০০ পার করে গিয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ৫৮৯ জন।
কলকাতার পরই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০ ছুঁই ছুঁই। আক্রান্ত হয়েছেন মোট ৩৮৮ জন। এরপরই যথাক্রমে তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া জেলা। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন।
আরও পড়ুন, College Service Commission: কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগ! দুর্নীতির অভিযোগ এবার কলেজ সার্ভিসে
Mamata Banerjee, DG: শান্তশিষ্ট ডিজিকে দেখতে উত্তম কুমারের মত, প্রশাসনিক সভায় মন্তব্য মমতার