ভরদুপুরে বিকট বিস্ফোরণ, উড়ে গেল TMC কর্মীর গোয়াল ঘরের চাল

এনিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে

Updated By: May 22, 2021, 03:41 PM IST
ভরদুপুরে বিকট বিস্ফোরণ, উড়ে গেল TMC কর্মীর গোয়াল ঘরের চাল

নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ি লাগোয়া গোয়াল ঘরের চাল। শনিবার দুপুরে ওই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের দাপটে উড়ে গিয়েছে ওই গোয়ালঘরের চাল। এনিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে।

আরও পড়ুন-Corona Update: পরপর দুদিন কমল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়িয়ে একদিনে মৃত ৪, ১৯৪

বিস্ফোরণটি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং(Sabang) ব্লকের ১১ নম্বর মোহার অঞ্চলের মোহার উত্তর নিমকিতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাদল প্রধান নাম এক তৃণমূল কর্মীর বাড়ির কাছেই ছিল ওই গোয়ালঘর। সেখানেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ পেয়ে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন পাড়ার মানুষজন।

আরও পড়ুন-রাজ্যে Black Fungus-এর প্রথম বলি, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে করোনা রোগীর মৃত্যু

ওই বিস্ফোরণ নিয়ে স্থানীয় বিজেপি নেতার দাবি, এলাকায় সন্ত্রাসসৃষ্টির জন্য নিজের গোয়াল ঘরে বোমা মজুত করে রাখেছিল ওই তৃণমূল কর্মী। অন্যদিকে, তৃণমূলের তরফে দাবি, ফাঁসানোর জন্যই ওই তৃণমূল কর্মীর গোয়াল ঘরে বোমা রাখা হয়েছিল। এর পেছনে রয়েছে বিজেপির দুষ্কৃতীরা।  

এদিকে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিস বাহিনী। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

.