কাটমানি ইস্যুতে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর, ঘেরাও তৃণমূল নেতার বাড়ি

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিযুক্ত নেতা।

Updated By: Jul 7, 2019, 12:36 PM IST
 কাটমানি ইস্যুতে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর, ঘেরাও তৃণমূল নেতার বাড়ি

নিজস্ব প্রতিবেদন: ফের কাটমানি ইস্যুতে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুর। কাটমানি ফেরতের অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো প্রায় শতাধিক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় থানার মুড়াকাটা গ্রামে। আজ রবিবার সকালে গ্রামের মানুষ দল বেঁধে যান তৃণমূল নেতা মিঠুন চৌধুরীর বাড়ি। সেখানে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন রাস্তার ওপরেই, চলতে থাকে অবস্থান বিক্ষোভ। অভিযোগ, একাধিক ক্ষেত্র থেকে কাটমানি নিয়েছে ওই অভিযুক্ত নেতা। 

আরও পড়ুন: বীরভূমের দুই জায়গায় উদ্ধার ড্রাম-ড্রাম ভর্তি তাজা বোমা

এদিন পরিস্থিতির অবনতি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। এ প্রসঙ্গে মুড়াকাটা গ্রামের বুথের বিজেপির সাধারণ সম্পাদক চন্দন প্রধান বলেন, তৃণমূল নেতারা এতদিন ধরে গ্রামবাসীদের সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। একশ দিনের কাজেরও টাকা দেয়নি। সেই কারণেই ক্ষিপ্ত গ্রামবাসীরা তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করেছে।

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিযুক্ত নেতা।

.