বাড়ি বাড়ি ঘুরে কাটমানি ফেরত দিলেন বাঁকুড়ার তৃণমূল নেতা
এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, এখন এলাকার মানুষ তাঁকে চাপ দেওয়ায় তিনি সুদে টাকা ধার করে ষাটটি পরিবারকে টাকা ফিরিয়ে দিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদন: স্থানীয়দের চাপে অবশেষে এলাকার মানুষের বাড়ি বাড়ি ঘুরে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূল নেতা। ঘটনাটি বাঁকুড়ার কেশিয়াকোল এলাকার। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় তৈরির নাম করে এলাকার মানুষের কাছ থেকে পরিবার পিছু ৯০০ টাকা নিয়েছিলেন ওই স্থানীয় তৃণমূল নেতা ভজহরি গরাই। এরপর কাছ পুরোপুরি না হওয়ায় রশিদবিহীন ওই ৯০০ টাকা দ্রুত ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে কয়েকদিন আগে ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: সারদাকাণ্ডে শতাব্দী রায়কে তলব ইডি-র, ‘আর্থিক লেনদেন’ বিষয়ে হতে পারে জিজ্ঞাসাবাদ
শেষে কাজ হল। কথা মতোই প্রত্যেককে টাকা ফেরত দিলেন তিনি। ওই তৃণমূল নেতার দাবি ঠিকাদারের কথায় সরকারি নিয়ম অনুযায়ী তিনি কেশিয়াকোল গ্রামের ষাটটি পরিবারের কাছে পরিবার পিছু ৯০০ টাকা করে সংগ্রহ করেছিলেন। সংগৃহিত টাকা ঠিকাদারের হাতে তুলেও দিলেও ওই ঠিকাদার তার বিনিময়ে কোনও রসিদ দেননি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, এখন এলাকার মানুষ তাঁকে চাপ দেওয়ায় তিনি সুদে টাকা ধার করে ষাটটি পরিবারকে টাকা ফিরিয়ে দিচ্ছেন।
তৃণমূল নেতার কাছ থেকে কাটমানি ফেরত পেয়ে খুশি এলাকার মানুষ।