আকাশপথে আমফানের ধ্বংসলীলা পরিদর্শন করে বসিরহাটে প্রধানমন্ত্রী, সঙ্গে মমতা
বর্তমানে বসিহাট কলেজে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষয়ক্ষতির কথা বিস্তারিত মোদীকে জানাবেন মমতা
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিমানবন্দর থেকে কপ্টাকে সোজা বসিরহাটে উড়ে গেলেন প্রধানমন্ত্রী। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আমফানের ভয়ঙ্কর ধ্বংলীলা নিজের চোখেই দেখলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।
আকাশপথে আমফানের তাণ্ডব ঘুরে দেখার পর বর্তমানে বসিহাট কলেজে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষয়ক্ষতির কথা বিস্তারিত মোদীকে জানাবেন মমতা। রাজ্যসরকার ইতিমধ্যেই হাজার কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছে। এনিয়েও কথা হবে।
#WATCH: PM Narendra Modi conducts aerial survey of areas affected by #CycloneAmphan in West Bengal. CM Mamata Banerjee is also accompanying. pic.twitter.com/Da7NebJhws
— ANI (@ANI) May 22, 2020
আরও পড়ুন-সরাসরি দুর্গতদের হাতে টাকা দেবার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দিলীপ ঘোষ
শুক্রবার সকাল এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জেলায় যাবেন মমতা।
এদিন সংবাদমাধ্যমের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমফানের এই ক্ষতি জাতীয় বিপর্যয়ের সমান। রাজ্যের ৬০ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্থ। ফোন, ইন্টারনেট কাজ করছে না। বহু জায়গায় বিদ্যুত নেই।
আরও পড়ুন-আসছে স্বরাষ্ট্র দল,চালের ব্যবস্থা কেন্দ্রের, অতিরিক্ত ৪ কোম্পানি NDRF
বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করছেন মমতা। সঙ্গে রয়েছেন রাজ্যপালও।