Yaas-এর আতঙ্কে ট্রেনও বেঁধে ফেলা হল শিকলে!

হাওয়ার ধাক্কায় গড়িয়ে যেতে পারে ট্রেন।

Updated By: May 24, 2021, 05:33 PM IST
Yaas-এর আতঙ্কে ট্রেনও বেঁধে ফেলা হল শিকলে!

নিজস্ব প্রতিবদন: ধেয়ে আসছে সাইক্লোন 'ইয়াস'। রেল ইয়ার্ডে বেঁধে ফেলা হচ্ছে ট্রেন।

হ্যাঁ, এরকমই দৃশ্য দেখা গেল হাওড়া ডিভিশনের শালিমারে। শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে রেলকর্মীদের দেখা গেল রেললাইনের সঙ্গে চেন দিয়ে ট্রেন বেঁধে ফেলতে! আসলে ইয়াস (yaas) আসছে। বুধবার দুপুরের মধ্যেই তার এসে পড়ার কথা। যার গতিবেগ ঘণ্টায় ১৬০-১৭০ কিমিও হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আর এই প্রবল ঝড়ের দাপটে গড়িয়ে যেতে পারে দাঁড়িয়ে থাকা ট্রেনও। ফলে ঘটতে পারে দুর্ঘটনা। তাই চেন তালা দিয়ে রেলট্র্যাকের সঙ্গে বেঁধে ফেলা হল ট্রেনের চাকা। 

আরও পড়ুন: সন্ধে নয় বুধবার দুপুরেই আছড়ে পড়বে Cyclone Yaas, আশঙ্কার প্রহর গুনছে রাজ্য

দক্ষিণ-পূর্ব রেলের (south eastern) শালিমার (shalimar) রেল ইয়ার্ডের চিফ ইয়ার্ড ম্যানেজার রাজা সান্যাল অবশ্য বললেন, এমনিতেও দাঁড়িয়ে থাকা ট্রেন রেলট্র্যাকের সঙ্গে শিকল দিয়েই বেঁধে রাখা হয়।  তবে এই ঝড়ের আবহে এ ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেখা হচ্ছে, হাওয়ার ধাক্কায় গড়িয়ে গিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।

আরও পড়ুন: বালাসোর ও দিঘায় আছড়ে পড়বে Yaas, তাণ্ডবের কবলে পড়বে পূর্বমেদিনীপুর

.