নদীর চরে আটকে মৃতদেহ, করোনা আবহে আতঙ্ক ছড়াল এলাকায়

পুলিসের বক্তব্য, তিস্তার জলে এভাবে আগেও মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছে। এনিয়ে খোঁজ খবর করে দেখা হচ্ছে

Updated By: May 28, 2021, 08:29 PM IST
নদীর চরে আটকে মৃতদেহ, করোনা আবহে আতঙ্ক ছড়াল এলাকায়

নিজস্ব প্রতিবেদন: তিস্তার চরে আটকে থাকা মৃতদেহকে ঘিরে আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

শুক্রবার সকালে ময়নাগুড়ির পদমতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হেলাপারিতে তিস্তার(Teesta) জলে একটি মৃতদেহ দেখেন স্থানীয়রা। সেটি একটি চরে আটকে ছিল। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই নৌকায় নদী পেরিয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিসও। 

আরও পড়ুন-আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কেন্দ্র, নির্দেশিকা জারি DGCA-র

এলাকার এক ব্যক্তির দাবি, মাছ ধরতে এসে তিনি ওই মৃতদেহটি দেখতে পান। কোথা থেকে ওই মৃতদেহ এল তা তদন্ত করে দেখুক পুলিস। 

আরও পড়ুন-Black Fungus-য়ে  আক্রান্ত রোগীর সন্ধান মিলল রামপুরহাটে

এদিকে, আবহাওয়া খারাপ থাকার কারণ মৃতদেহটি উদ্ধার করতে দেরি হয়ে যায়। তবে পুলিসের বক্তব্য, তিস্তার জলে এভাবে আগেও মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছে। এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ময়নাগুড়ি থানার আইসি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে মৃতদেহটির ময়না তদন্ত করা যায়নি। আগামিকাল তা হবে।

.