Dilip Ghosh: 'রাক্ষুসী শক্তি যখন শেষ হয়ে যাচ্ছে....', এবার 'কাপড় খোলা'র হুঁশিয়ারি দিলীপের!
আসন-বদল। মেদিনীপুর নয়, চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুর্গাপুরের বেনাচিতি বাজারে রীতিমতো লাউডস্পিকার ও ব্য়াঞ্জো বাজিয়ে প্রচার সারলেন তিনি। অস্বস্তিতে এলাকার মানুষ। শব্দের দাপট এতটাই যে, কানে হাত দিয়ে সরে যেতে দেখা গেল অনেকেই। তৈরি হল ব্যাপক যানজটও।
চিত্তরঞ্জন দাস: 'রাক্ষুসী শক্তি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন উৎপাত বাড়ছে'। ভোটের পর এবার 'কাপড় খোলা'র হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। 'যদি অসভ্যতামি করেন, তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে', বললেন তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
আরও পড়ুন: Abhishek Banerjee: '৪ তারিখ যখন ফল ঘোষণা হবে, প্রথম স্থানে ডায়মন্ড হারবার থাকবে...'
আসন-বদল। মেদিনীপুর নয়, চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুর্গাপুরের বেনাচিতি বাজারে রীতিমতো লাউডস্পিকার ও ব্য়াঞ্জো বাজিয়ে প্রচার সারলেন তিনি। অস্বস্তিতে এলাকার মানুষ। শব্দের দাপট এতটাই যে, কানে হাত দিয়ে সরে যেতে দেখা গেল অনেকেই। তৈরি হল ব্যাপক যানজটও।
এসবে অবশ্য় ভ্রুক্ষেপ নেই দিলীপের। তৃণমূলকে তাঁর হুঁশিয়ারি, 'আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি! চলে যাক বাংলাদেশে। বাংলাদেশে পাঠাব এটা জেনে রাখুন। মহিলাদের ওপর অত্যাচার করেছে ওরা। রাক্ষুসী শক্তি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন উৎপাত বাড়ছে। চার তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলব ওদের'।
আরও পড়ুন: Khandaghosh: পুকুরের মাঝে লাল জলের 'রহস্য' ঢিবি! আতঙ্ক চরমে...
চুপ করে থাকেনি তৃণমূলও। দলের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা দাবি, 'যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছে বিজেপির প্রার্থী, তাতে অনেক দোকানদাররা আমার কাছে অভিযোগও জানিয়েছেন। তৃণমূল নেতৃত্ব প্রতিবাদ করবে। যিনি দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)