ভিডিয়ো: বাবুলের বিতর্কিত গানে কোমর দোলালেন দিলীপ, বিড়ম্বনায় বিজেপি

"মানুষের মুখে মুখে এই গান ঘুরছে। আমি গান গাইব, তাতে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে নাকি?" পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের।

Updated By: Mar 24, 2019, 06:29 PM IST
ভিডিয়ো: বাবুলের বিতর্কিত গানে কোমর দোলালেন দিলীপ, বিড়ম্বনায় বিজেপি

নিজস্ব প্রতিবেদন : বাবুলের বিতর্কিত গানে কোমর দোলালেন দিলীপ ঘোষ। বাবুল সুপ্রিয়র বিতর্কিত থিম সংয়ে কর্মীদের সঙ্গে নেচে করে নতুন বিতর্ক তৈরি করলেন বিজেপির রাজ্য সভাপতি। খড়গপুর গ্রামীণ এলাকায় মাতকাতপুর যুবক সংঘের মাঠে এদিন মহিলা মহা সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেই সভাতেই বাবুল সুপ্রিয়র রেকর্ড করা বিতর্কিত থিম সংয়ের সঙ্গে নাচ করেন দিলীপ ঘোষ সহ বিজেপি কর্মীরা।

আরও পড়ুন, 'নকুলদানার উপর জল পড়লে আকার বদলে যাবে!' অনুব্রতর হুঙ্কারকে খোঁচা অর্জুনের

উল্লেখ্য, 'ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল' শীর্ষক এই গানের ছত্রে ছত্রে সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। অভিযোগ, নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। আর সেই কারণে শোকজও করা হয়েছে বাবুলকে।

আরও পড়ুন, 'পুজোর নকুলদানার কথা বলেছি', কমিশনকে সাফাই অনুব্রতর

সেই গানটি-ই এদিন ফের সভামঞ্চ থেকে চালানো শুধু নয়, সেই গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল বিজেপি কর্মী সহ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। নতুন করে উসকে উঠল বিতর্ক। যদিও সভা শেষে এবিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ যুক্তি দেন, "মানুষের মুখে মুখে এই গান ঘুরছে। আমি গান গাইব, তাতে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে নাকি?"

.