বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী! জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ

হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রীসভার সদস্য শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে বলে জল্পনা চলছে। 

Updated By: Nov 1, 2020, 01:54 PM IST
বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী! জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন- শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দিচ্ছেন! শনিবারই নন্দীগ্রামের মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে রাখলেন। তৃণমূলের মন্ত্রীক নিয়ে রাজ্য রাজনীতিতে চলা জল্পনা এবার আরো কয়েকগুণ উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রীসভার সদস্য শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে বলে জল্পনা চলছে। আর এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল শিবিরের কোন্দল প্রকাশ্যে আসার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছেন গেরুয়া শিবিরের নেতারা। গত কয়েকদিন ধরেই 'আমরা দাদার অনুগামী' ব্যানারে শুভেন্দু অধিকারী একাধিক সভা করেছেন। তাৎপর্যপূর্ণভাবে সেইসব সভায় একবারও তৃণমূল সুপ্রিমের নাম নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। রাজ্যের আরেক মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও তাঁকে নিয়ে একের পর এক তীর্যক মন্তব্য করেছেন। পাল্টা শুভেন্দু অধিকারীও কারও নাম না করে মন্তব্য করেন, "প্যারাস্যুটে নামিনি। লিফটে উঠিনি। সিঁড়ি ভেঙে উঠেছি। ছোটলোকদের নিয়ে কথা বললে আমি তার উত্তর দিই না। আশ্চর্য হয়ে যাচ্ছি, কেউ কেউ অতীত ভুলে যায়।''

আরও পড়ুন-  ''বিজেপিতে আসুন, স্বাগত!'' শুভেন্দু অধিকারীকে খোলামেলা প্রস্তাব সৌমিত্র খাঁর

জটিল পরিস্থিতিতে আরেকটু উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ববি হাকিম বলেছিলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে গিয়ে বিজেপি তাদের রাজ্য সদর দফতর মুরলিধর সেন স্ট্রিটে বসাক। সেই কথার সূত্র ধরে বজার গরম করলেন দিলীপ ঘোষ। রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর সুলঙগুড়িতে চা চক্রে ফিরহাদ হাকিমের নাম না করে দিলীপ ঘোষ বললেন, ''ওনারা ওকে বিজেপিতে পাঠিয়েই ছাড়বেন।''

আজ মেদিনীপুর রওনা দেবেন দিলীপ ঘোষ। রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। তাই মেদিনীপুর জেলা বিজেপির কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত ৫ ও ৬ তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। 
এদিন দিলীপ ঘোষ বলেন, 
''আমরা দরজা বড়ো করে খুলে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন আমরা দলে নেব। একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে বিজেপি সুযোগ দেবে। আমার সঙ্গে অবশ্য কারও কোনো আলোচনা এখনও হয়নি।'' 

ববি-শুভেন্দুর বাকযুদ্ধ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ''সেটা ওদের পার্টির ভিতরে চলছে। আমার কিছু বলার নেই। তারাই মিটিয়ে নিক নিজেদের ব্যাপার।''

.