এক মাস পরে দেখবেন তৃণমূল পার্টি বলে কিছু থাকবে না: দিলীপ

 "সবই তো হাতে রেখেছেন। খালি পার্টিটা নিজের হাতে রাখেননি"।

Updated By: Nov 28, 2020, 08:54 AM IST
এক মাস পরে দেখবেন তৃণমূল পার্টি বলে কিছু থাকবে না: দিলীপ

নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, "দশ বছর আগে মুখ্যমন্ত্রী কল্পতরু হলে, আজকে এ অবস্থা হত না। লোকে পার্টি ছেড়ে পালাতো না। যে পার্টি থেকে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সে পার্টির আছে টা কি! এক মাসের পরে দেখবেন পার্টি বলে কিছু থাকবে না"।

 মিহির গোস্বামীর দলে যোগদান প্রসঙ্গে এদিন সকালে বলেন, "শুরু হয়েছে। আমরা আগেই বলছিলাম অনেকে এমএলএ আছেন যাঁরা জয়েন করবেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও এমএলএ এমপি আসবেন বিজেপিতে। মাসখানেকের মধ্যে আরও অনেক ঘটনা ঘটবে"।

আরও পড়ুন: যা করেছে একেবারে ঠিক, শুভেন্দু-স্তুতি গেয়ে ইঙ্গিত আর এক TMC বিধায়কের!

গতকাল মন্ত্রিত্ব ছেড়েছে শুভেন্দু। সেই পদত্যাগের পর কালীঘাটে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন,  "তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে (আপদকালীন পরিস্থিতি) পুরো ফেল। কিন্তু পার্টির যে ডিজাস্টার শুরু হয়েছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দিদি এখন খুব ব্যস্ত আছে। পার্টির এই ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং এখন নিয়মিত হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে হবে। প্রতি দিনও হতে পারে"। 

আরও পড়ুন: শুভেন্দুর উত্থান, কাউন্সিলর থেকে তৃণমূলের 'অপরিহার্য' নেতা

শুভেন্দুর দফতর মুখ্যমন্ত্রীর হাতে রাখা নিয়ে তিনি বলেন, "সবই তো হাতে রেখেছেন। খালি পার্টিটা নিজের হাতে রাখেননি"।

.