পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশন-রাজ্য দ্বৈরথ

 ভোটের দিন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের মতের অমিল। রাজ্যের প্রস্তাব মত দুদফায় পঞ্চায়েত ভোট করতে রাজি নয় কমিশন। আরও কয়েকটি বিষয়েও দুপক্ষের মতের অমিল দেখা দিয়েছে।

Updated By: Apr 24, 2018, 05:55 PM IST
পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশন-রাজ্য দ্বৈরথ

নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত ভোট কবে? মঙ্গলবারও তা স্পষ্ট হল না।  নতুন দিনক্ষণ নিয়ে এখনও জট কাটল না।

আরও পড়ুন: নিরাপত্তা সুনিশ্চিত করতে সবার সঙ্গে আলোচনা করুন, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

 ভোটের দিন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের মতের অমিল। রাজ্যের প্রস্তাব মত দুদফায় পঞ্চায়েত ভোট করতে রাজি নয় কমিশন। আরও কয়েকটি বিষয়েও দুপক্ষের মতের অমিল দেখা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে কমিশনের সঙ্গে প্রথম দফা বৈঠক করেন পঞ্চায়েত দফতরের ভারপ্রাপ্ত সচিব সৌরভ দাস। সেই বৈঠকে জটিলতা কাটেনি। এরপর নবান্নে ফিরে মুখ্যসচিবকে রিপোর্ট দেন সৌরভ দাস। জট কাটাতে বিকেলে কমিশন এবং রাজ্যের দ্বিতীয় দফা বৈঠক। আলোচনার পর সম্ভবত জানা যাবে ভোটের দিনক্ষণ।

.