উচ্চ-মাধ্যমিকে জেলার জয়-জয়কার

উচ্চ-মাধ্যমিকে জেলার ছাত্র-ছাত্রীদের দারুণ ফলাফল। জেলার ছাত্র-ছাত্রীরা কে কেমন ফল করল দেখে নিন-

Updated By: May 30, 2017, 11:58 AM IST
উচ্চ-মাধ্যমিকে জেলার জয়-জয়কার

ওয়েব ডেস্ক: উচ্চ-মাধ্যমিকে জেলার ছাত্র-ছাত্রীদের দারুণ ফলাফল। জেলার ছাত্র-ছাত্রীরা কে কেমন ফল করল দেখে নিন-

প্রথম হুগলী কলেজিয়েট স্কুলের অর্চিষ্মাণ পাণিগ্রাহী। যুগ্মভাবে দ্বিতীয় উপমন্যু চক্রবর্তী (কলকাতা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)-র সঙ্গে ও মায়াঙ্ক চট্টোপাধ্যায় (হুগলি, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়)। ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছে দুজনেই। যুগ্ম তৃতীয় শুভম সিনহা (আরামবাগ হাইস্কুল, হুগলি) ও সুরজিত্‌ লোহার (বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া)। ৯৭.৮ শতাংশ নম্বর দুজনের। চতুর্থ হয়েছে, চিন্ময় অধিকারী, জলপাইগুড়ি। ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে। ও আদর্শ আগরওয়াল। পঞ্চম, মোহিত কুমার, আসানসোল, ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। সপ্তম- সৃজয় মল্লিক (জলপাইগুড়ি), ৯৬ শতাংশ। সুপ্রকাশ পাল (দমদম) ৯৬ শতাংশ। রণদীপ কুমার মাহাত। অষ্টম- সায়ন মল্লিক (রহড়া), ৯৬.৪ শতাংশ। অর্চিষ্মাণ ভট্টাচার্য (তমলুক)। নবম- দিব্যদীপ চট্টোপাধ্যায় ( উত্তরপাড়া)  ৯৬.২ শতাংশ । শুভদীপ পাল (বাঁকুড়া)। সায়ন্তী কুণ্ডু (বাঁকুড়া)। দশম- কুশল মোদক (রায়গঞ্জ)। ৯৬ শতাংশ। জয়শ্রী নন্দী (বাঁকুড়া)

.