মেদিনীপুর শহরে পাগলা কুকুরের তাণ্ডব, ১ ঘণ্টায় কামড় ৪০ জনকে

পায়ে কামড় দিয়েই পালিয়ে যাচ্ছে কুকুরটি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

Updated By: Oct 6, 2018, 05:06 PM IST
মেদিনীপুর শহরে পাগলা কুকুরের তাণ্ডব, ১ ঘণ্টায় কামড় ৪০ জনকে

নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শহরে পাগলা কুকুরের তাণ্ডব। এক ঘণ্টার মধ্যে প্রায় ৪০ জনকে কামড়াল পাগলা কুকুর। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। তবে কুকুর বাবাজীবনের কোনও দেখা নেই। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস ও পুরসভা।

আরও পড়ুন, ঘাপটি মেরে লুকিয়ে ছিল সোফার পাশে, বসতেই ফণা তুলল গোখরো!

সন্ধ্যা হলেই রাস্তার মানুষজনের গায়ে আচমকা লাফিয়ে পড়ছে একটি কুকুর। তারপর? সরাসরি পায়ে কামড়। শুধু একজন নয়। শুক্রবার রাত দশটা থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় প্রায় ৪০ জনকে কামড়ায় ওই পাগলা কুকুর। পায়ে কামড় দিয়েই পালিয়ে যাচ্ছে কুকুরটি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন, মাছ ভেবে ভুল, স্কুলের সামনে নালায় উদ্ধার আস্ত অজগর!

আহতদের অনেককেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। কুকরের আতঙ্কে দিশেহারা উদ্বিগ্ন শহরবাসী। কুকুরের ভয়ে কাঁপছে গোটা শহর। সন্ধে নামলেই কার্যত সুনসান হয়ে যাচ্ছে মেদিনীপুরের বিভিন্ন এলাকা।

.