ডোক লা-য় দরকার পড়লেই জবাব, পানাগড়ে তৈরি বায়ুসেনার 'হারকিউলিস'
ওয়েব ডেস্ক: ডোক লা-য় চিনের সঙ্গে গত দুমাস ধরে বিবাদ চলছে ভারতের। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা। উত্তর-পূর্ব সীমান্তে শক্তি বাড়াতে এরাজ্যের পানাগড়ে নজর দেওয়া হয়েছে। দরকার পড়লেই শত্রুকে সমুচিত জবাব দিতে তৈরি রাখা হচ্ছে বাহিনীকে।
পানাগড়ের এয়ারফোর্স স্টেশন অর্জন সিংকে সক্রিয় করা হয়েছে। জুলাই থেকে এখানে রাখা রয়েছে ৬টি সি-১৩০জে সুপার হারকিউলিস স্ট্র্যাটেজিক এয়ারক্র্যাফ্ট। গত দুবছর ধরে লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদরা হ্যাঙ্গার ও অন্যান্য পরিকাঠামো তৈরি করছেন। এর পাশাপাশি মাঝ আকাশে তেল ভরার বিমানও উড়িয়ে আনা হয়েছে পানাগড়ে। ইস্টার্ন এয়ার কম্যান্ডের শক্তি বাড়ানোই এর উদ্দেশ্য।
২০১১ সালে সুপার হারকিউলিস বিমান বায়ুসেনার হাতে আসে। ছোট রানওয়েতে অবতরণ করতে পারে এই পরিবহণ বিমান। স্বল্প সময়ের মধ্যে নাবাহিনীকে চূড়ান্ত অস্থির জায়গায় পৌঁছ দিতে সুপার হারকিউলিসের জুড়ি নেই। গোটা স্পেশাল ফোর্সকে রাখা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিণ কোয়ার্টারে। নির্দেশ পাওয়া মাত্রই ওড়ার জন্য প্রস্তুত তারা।
আরও পড়ুন,