মোবাইল কানে চালক, স্মৃতি উসকে দৌলতাবাদের আতঙ্ক ফিরে এল বর্ধমানে

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভৈরবী নদীতে একটি যাত্রীবাহী বাস। মৃত্যু হয় কমপক্ষে ৪৪ জনের।

Updated By: Jul 6, 2018, 09:57 AM IST
মোবাইল কানে চালক, স্মৃতি উসকে দৌলতাবাদের আতঙ্ক ফিরে এল বর্ধমানে

নিজস্ব প্রতিবেদন : মোবাইল কানে নিয়ে বাস চালানোর জেরে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি ভলভো বাস। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পুলিস ঘাতক বাসটিকে আটক করেছে। তবে অভিযুক্ত চালক ও খালাসি পলাতক।

কলকাতা থেকে আসানসোল যাচ্ছিল ভলভো বাসটি। অভিযোগ, মোবাইল কথা বলতে বলতেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। আর তার জেরেই বর্ধমানের উল্লাসের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘনটার কবলে পড়ে বাসটি। একটি মোটরবাইকের পিছনে ধাক্কা মারে ভলভোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। অপর বাইক আরোহীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন, দিঘা মোহনায় জালে উঠেছে টন টন ইলিশ, একধাক্কায় অনেকখানি কমল দাম

উল্লেখ্য, মোবাইল কানে বাস চালানোর জেরে মুর্শিদাবাদের দৌলতাবাদে ভৈরবী নদীর গর্ভে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ৪৪ জন। দুর্ঘটনা রুখতে এরপরই মোবাইল কানে বাস চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। চালকদের সচেতন করতে কড়া নির্দেশিকা জারি করা হয়। কিন্তু তারপরেও যে চালকদের একাংশের মধ্যে হুঁশ ফেরেনি, এঘটনা তারই প্রমাণ। 

.