Duare Sarkar কর্মসূচিতে জেলায় জেলায় শিবিরে ১ কোটি মানুষ, দাবি রাজ্যের

বিধানসভা ভোটের আগে সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 'দুয়ারে সরকার' কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার।

Updated By: Dec 18, 2020, 07:53 PM IST
Duare Sarkar কর্মসূচিতে জেলায় জেলায় শিবিরে ১ কোটি মানুষ, দাবি রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: 'দুয়ারে সরকার' (Duare Sarkar) প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করল পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ১ কোটি মানুষ এসেছেন শিবিরগুলিতে। পশ্চিমবঙ্গের জেলা ধরে ধরে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে এখনও পর্যন্ত এক কোটি মানুষ সাড়া দেওয়ায় উৎফুল্ল ঘাসফুল শিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, ওটা দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার। 

বিধানসভা ভোটের আগে সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 'দুয়ারে সরকার' (Duare Sarker) কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে মন্ত্রীরা অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে স্বাস্থ্যসাথী কার্ড বণ্টন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন বলে দাবি করল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় জেলায় বসেছে শিবির। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি মানুষ এসেছেন শিবিরে। ১০,৬৬,২৭০ জন হাজির হয়েছেন ওই জেলায়। মুর্শিদাবাদ জেলায় দুয়ারে সরকার  শিবিরে এখনও পর্যন্ত এসেছেন ১০,১১,৭৭৩ জন। শুক্রবার গোটা রাজ্যে দুয়ারে সরকার শিবিরে হাজির হয়েছেন ৬,৫৪,৭১৪ জন। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা ১,০০,৭২,৮০২। 

দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, এটা দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার। 

এ দিন কোর কমিটির বৈঠকে দুয়ারে সরকার কর্মসূচির কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেন, '১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে হয়নি। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মানুষ আমাদের সঙ্গেই আছে। ভয় পাওয়ার কারণ নেই।' 

আরও পড়ুন- দলের বোঝা, ভাল হচ্ছে নিজেরা ছেড়ে দিচ্ছে, জয় নিশ্চিত, কোর কমিটির বৈঠকে Mamata

'

.