সার্ভার বসে যাওয়ায় দমদম বিমানবন্দরে বিপত্তি! দুর্ভোগ যাত্রীদের

দমদম বিমানবন্দর সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটা নাগাদ সার্ভার বসে যায়।

Updated By: May 13, 2019, 10:16 PM IST
সার্ভার বসে যাওয়ায় দমদম বিমানবন্দরে বিপত্তি! দুর্ভোগ যাত্রীদের

নিজস্ব প্রতিবেদন : দমদম বিমানবন্দরে সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সিস্টেম এর সার্ভার বসে যাওয়ায় বিপত্তি। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। থমকে গিয়েছে বিমানবন্দরের কাজকর্ম। সার্ভার বসে যাওয়ায় উড়ান দেরিতে ছাড়ছে। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দমদম বিমানবন্দর সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটা নাগাদ সার্ভার বসে যায়। বিমানবন্দরের ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে পড়ে। কার্যত বন্ধ হয়ে যায় বিমানবন্দরের একাধিক কাজকর্ম। বিমানবন্দরের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানও অচল হয়ে যায় বলে সূত্র মারফত্ জানা যায়। সার্ভার বসে যাওয়ার কারণে বোর্ডিং পাস ইসু না হওয়ায় দুর্ভোগ দেখা দেয়। শেষ পর্যন্ত ম্যানুয়ালি বোর্ডিং পাস দেওয়া হয়। এর ফলে প্রত্যেকটি বিমান দেরিতে চলছে বলে খবর। বিমান বন্দর সূত্রে খবর, ২০টির বেশি উড়ান ছাড়তে দেরি হয়।

আরও পড়ুন - WBCHSE Result 2019: ২৭ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল

.