আবাসনের লন থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য দুর্গাপুরে

এ দিন সকালে ওই যুবককে আবাসনের লনে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

Updated By: Aug 3, 2019, 12:36 PM IST
আবাসনের লন থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য দুর্গাপুরে

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার একইসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে খাস কলকাতায়। ইতিমধ্যেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। এবার ঘটনাস্থল দুর্গাপুর। শনিবার দুর্গাপুর থানা এলাকার একটি আবাসনে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

এ দিন সকালে ওই যুবককে আবাসনের লনে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাপস লোহার নামে বছর ৩৬-এর ওই যুবকের। জানা গিয়েছে, বাড়িতে একাই ছিলেন ওই যুবক। শুক্রবার রাতে বুকে ব্যথার কারণে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন। এরপর রোজের মতো এদিন সকালেও বাগানের পরিচর্যা করতে আসেন তিনি। 

আরও পড়ুন বন্ধ ঘরে জেনারেটর, মশার ধূপ! ধোঁয়া ও গ্যাসেই মৃত্যু খিদিরপুরের ৩ ভাইবোনের?

মনে করা হচ্ছে, সেই সময়ই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার কোক ওভেন ব্যাটারি প্ল্যান্টের স্থায়ী শ্রমিক ছিলেন তাপস লোহার। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে পুলিস। 

Tags:
.