DVC-র জল ছাড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমানের একাংশ

Updated By: Jul 26, 2017, 11:07 PM IST
DVC-র জল ছাড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমানের একাংশ

ওয়েব ডেস্ক : একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির জল ছাড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পূর্ব বর্ধমান জেলার একাংশ। বিপদসীমার ওপর দিয়ে বইছে দামোদরের জল।  জারি করা হয়েছে চরম সতর্কতা।

ফুঁসছে দামোদর। নদীর কানায় কানায় জল। জারি হয়েছে চরম সতর্কতা। এরইমধ্যে বুধবার আরও জল ছেড়েছে ডিভিসি। তার ওপর লাগাতার বৃষ্টি। এর জেরে বাড়ছে জলস্রোত। বর্ধমান-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

আরও পড়ুন- ব্যারেজ ভাঙলে ভাসবে গোটা বাংলা, দুশ্চিন্তা এখন DVC-কে নিয়ে

রায়নার উচিতপুর, শাঁকটিয়া, গুনোর গ্রামে জল ঢুকছে হু হু করে। উচিতপুরে রাস্তার ওপরে জলস্রোত। দুপুরের পর বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে মানুষ। রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত চলছে।

কয়েক হাজার বিঘা জমি জলের তলায়। অবিরাম বৃষ্টিতে ছোট নদীগুলিরও জল বাড়ছে। নদীপাড়ের বাসিন্দাদের দুর্ভোগ চরমে।

.