বৌভাতের উপহার এক বোতল রক্ত!
বৌভাতে রক্তদান শিবির আয়োজন করে তাক লাগিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সন্দীপ রায়।
নিজস্ব প্রতিবেদন: যুবনেতার অভিনব ভাবনা। বৌভাতে রক্তদান শিবির আয়োজন করে তাক লাগিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সন্দীপ রায়। এই বাম যুবনেতার বিয়েতে রক্তদান করলেন ৩৫ জন রক্তদাতা। কেবল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নয়, নিজের বৌভাতে রক্তদান করলেন খোদ পাত্র নিজেও। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল জোনাল কমিটির এই যুব নেতার উদ্যোগ এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় রক্তদানের ছবি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।
আরও পড়ুন- 'ভোট হয়নি, লুঠ হয়েছে', বিরোধী আসন হারিয়ে পাল্টা চ্যালেঞ্জ সিপিএম-কংগ্রেসের
সংগঠনে অনুজ হলেও সন্দীপের এই পদক্ষেপ যে 'যুগান্তকারী এবং আলোড়ন তৈরি করছে' তা মেনে নিয়েছেন মুর্শিদাবাদের সিপিএম নেতা তথা ডিওয়াইফাই-এর রাজ্য সম্পাদক জামির মোল্লা। তাঁর কথায়, "সন্দীপ (রায়) বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় থেকেই ভাবছিল, এমন কিছু একটা করতে হবে যা দশের কাজে আসে, সমাজের কাজে আসে। এখন রক্তের যে সঙ্কট চলছে সেখানে ও (সন্দীপ) পথ প্রদর্শকের ভূমিকা পালন করল।" ঘাটাল জোনাল কমিটির যুব সম্পাদকের এমন কাজ অন্যান্যদেরও উৎসাহ জোগাবে বলে আশাবাদী জামির মোল্লা।
#Secular India*#Brand West Bengal*
Well done
Sandip Roy,Sec. of DYFI' Ghatal Zonal Committee & Sec. Member of DYFI' West Midnapore Dist Committee arranges Blood Donation Camp on the occasion of His Wedding Reception Ceremony(Bou Bhat).DYFI' State Sec Jamir Mollha is also there. pic.twitter.com/6lOvEnHufZ— SUNDAR DUTTA (@SUNDARmyth) February 7, 2018