Earthquake: উত্তরবঙ্গে ভূমিকম্প, একাধিক জেলায় অনুভূত কম্পন

আতঙ্কে সাধারণ মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নামল। 

Updated By: Jul 7, 2021, 10:00 AM IST
Earthquake: উত্তরবঙ্গে ভূমিকম্প, একাধিক জেলায় অনুভূত কম্পন

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে ভূমিকম্প। একাধিক জেলায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হল কম্পন। জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাটে অনুভূত কম্পন। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। জলপাইগুড়িতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিলোমিটার দূরে। মাটি ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে অসম মেঘালয়েও। ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।   

 

.