Earthquake: উৎসস্থল মিজোরাম, ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

Updated By: Jan 21, 2022, 06:50 PM IST
Earthquake: উৎসস্থল মিজোরাম, ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ

নিজস্ব প্রতিবেদন: একমাসে দু'বার! ফের ভূমিকম্প উত্তরবঙ্গে (Earthquake in North Bengal)। কেঁপে উঠল শিলিগুড়ি। মৃদু কম্পন টের পাওয়া গেল জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট-সহ একাধিক জেলায়। বাদ গেল না উত্তর-পূর্ব ভারতের মিজোরামও (Mizoram)। তবে, উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন ৩টা ৪২ মিনিট। প্রথমবার ভূমিকম্প হয় শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গে। কয়েক মিনিটে ব্যবধান ফের কম্পন অনুভূত হয়। এরপরই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়িতে। বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় অনেকেই।  ডুয়ার্স, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে অবশ্য কম্পনের মাত্রা ছিল অপেক্ষাকৃত কম। যদিও এই ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

 

আরও পড়ুন:  Deganga Military Camp: রাত হলেই কেউ কাঁদছে, কেউ নাচছে! দেগঙ্গার 'ভূত বাংলো' ঘিরে আতঙ্ক

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন উত্তরবঙ্গে যে ভূমিকম্প হল, সেই ভূমিকম্প উৎসস্থল ছিল উত্তর-পূর্ব ভারতের মিজোরামে। কম্পন সৃষ্টি হয়েছিল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিমি দক্ষিণ-পূর্বে। আর গভীরতা? ভূ-পৃষ্ট থেকে ৬০ কিমি। রিখটার স্কেলে তীব্রতা ৫.৬।  এর আগে ৬ জানুয়ারিও ভূমিকম্প হয়েছিল উত্তরবঙ্গে। সেবার উৎসস্থল ছিল ভূটান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.