বিশ্বভারতী ভাঙচুরকাণ্ডে উপাচার্যের সঙ্গে বৈঠকে ইডি

বৈঠক করবেন উপাচার্য বিদুৎ চক্রবর্তীর সঙ্গে। বিশ্বভারতীর তিন সদস্যের টিম তদন্তে এসেছে।

Updated By: Sep 3, 2020, 12:43 PM IST
বিশ্বভারতী ভাঙচুরকাণ্ডে উপাচার্যের সঙ্গে বৈঠকে ইডি

নিজস্ব প্রতিবেদন:  বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে ঢুকল ইডি তদন্তকারী আধিকারিকরা। বৈঠক করবেন উপাচার্য বিদুৎ চক্রবর্তীর সঙ্গে। বিশ্বভারতীর তিন সদস্যের টিম তদন্তে এসেছে।

মেলার মূল প্রবেশদ্বার ভাঙচুর,  চুরমার পাঁচিল তৈরির নির্মাণ সামগ্রী- পৌষমেলার মাঠ ঘিরে চরম অশান্তিতে তোলপাড় হয় বিশ্বভারতী। ঘটনার তদন্তভার হাতে নেয় ইডি। ঘটনার দিন  যারা ক্যাম্পাসে প্রবেশ করেছিল,  সীমানা,  প্রাচীর,  গেট ক্ষতিগ্রস্ত করেছিল,  ভাঙচুর চালিয়েছিল,  তাদের আদৌ এসবের জন্য ফান্ডিং অর্থাত্ টাকা দিয়েছিল কিনা,  তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: সারদা-নারদা-রোজভ্যালির তদন্তে শীতঘুম কাটাতে তুমুল ব্যস্ত CBI, ফের বদলি তদন্তকারী অফিসারদের...

 ইডি ইতিমধ্যেই বীরভূমের পুলিস সুপারের কাছে এই মামলার এফআইআর কপি ও অন্য তদন্তের স্বার্থে উপযুক্ত অন্যান্য নথি চেয়ে চিঠি দিয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখে তারপর মামলা করা হবে।

.