আন্তর্জাতিক পশু পাচার চক্রের ট্রানজিট পয়েন্ট বাংলা, বেলিরিয়াস রোডে হানা ED-র

বাংলাদেশ(Bangladesh) থেকে ওইসব প্রাণী পাচারের বরাত পেয়েছিল অভিযুক্তরা

Updated By: Mar 16, 2021, 04:38 PM IST
আন্তর্জাতিক পশু পাচার চক্রের ট্রানজিট পয়েন্ট বাংলা, বেলিরিয়াস রোডে হানা ED-র

নিজস্ব প্রতিবেদন: গত বছর দক্ষিণেশ্বরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে একটি জায়গা থেকে উদ্ধার হয় একটি সিংহ শাবক সহ বেশকিছু বিরল প্রজাতির পশু।  সেই মামলায় আজ হাওড়ার বেলিরিয়ায় রোডের একটি বাড়িতে হানা দিল ইডি। গোয়েন্দাদের সন্দেহ, ওই পশু পাচারের সঙ্গে কোনও আন্তর্জাতিক চক্র জড়িত।

আরও পড়ুন-WB Assembly Election 2021: ইশতাহারে ৯ জাতিকে OBC তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি তৃণমূলের

ইডি(ED) সূত্রে খবর, বেলিরিয়াস রোডের ওই বাড়ি থেকে বেশকিছু নথি, ল্যাপটপ, মোবাইল উদ্ধার করা হয়েছে। গত বছর পুলিসের অভিযানে একটি সিংহ শাবক ছাড়াও, বিরল প্রজাতির ৩টি সাদা মাথার লেঙ্গুরও উদ্ধার হয়। ওই ঘটনায় গ্রেফতার করা হয় ওয়াসিম রহমান, ওয়াজিদ আলি ও মহম্মদ গুলাম  গাউস নামে ৩ জনকে।

আরও পড়ুন-'মমতাকেও মন্দিরে ছুটতে হচ্ছে, চণ্ডীপাঠ করতে হচ্ছে,' বিঁধলেন Yogi

তদন্তে জানা যায়, বাংলাদেশ(Bangladesh) থেকে ওইসব প্রাণী পাচারের বরাত পেয়েছিল অভিযুক্তরা। সেই বরাত অনুযায়ী ওইসব পশু পাচার করা হচ্ছিল পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে। ভারত ও  প্রতিবেশী দেশগুলিতে চোরাচালানের জন্য বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল পাচারকারীরা।

.