বাংলাদেশে টাকা তছরুপের অভিযোগ, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশিতে ED
অভিযোগ, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা বাংলাদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা তছরুপ করেছে।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে আর্থিক তছরুপের অভিযোগ। একযোগে অশোকনগরে তিন জায়গায় তল্লাশি চালাল ইডি (ED)। শুক্রবার সকাল থেকে তল্লাশি চালালেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
স্থানীয় সূত্রে খবর, অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা। যিনি মূলত বাংলাদেশ থাকে। অভিযোগ, এই সুকুমার মৃধা বাংলাদেশে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই অভিযোগেই শুক্রবার আশোকনগরের একাধিক স্থানে তল্লাশি চালায় ইডি (ED)। অশোকনগরে, সুকুমার মৃধা-সহ প্রণব হালদার ও স্বপন মিশ্রর বাড়িতে একযোগে হানা দেন ইডির আধিকারিকরা।
মূলত অভিযোগ, সুকুমার মৃধা মাছ ব্যবসার আড়ালে ডলারের মাধ্যমে এদেশে টাকা নিয়ে আসত। বিভিন্ন জায়গায় জমি জায়গা কিনত। অশোকনগরে তার একাধিক বাড়ি ও দোকান রয়েছে। একই ঘটনায় নাম জড়িয়েছে প্রশান্ত হালদার নামে এক ব্যক্তির। তার মারফত এদেশে টাকা নিয়ে আসে সুকুমার মৃধা এমনই অভিযোগ।