করোনা আবহে নতুন 'ফিচার্স' নিয়ে বহরমপুরের পথে 'এক্সক্লুসিভ টোটো', দেখে নিন কী কী সুবিধা থাকছে...
ভাবছেন এটা আবার কী বস্তু? দেখতে পুরোই টোটো, তবে থাকছে বিশেষ ব্যবস্থা! প্রস্তুতকারক মুর্শিদাবাদেরই বাসিন্দা সুদীপ্ত গুন।
নিজস্ব প্রতিবেদন: আনলক ওয়ানে বহরমপুর শহরে পথে নামতে চলেছে 'করোনা এক্সপ্রেস'। নামটা শুনে অবাক হচ্ছেন তো! করোনা আতঙ্কে গোটা বিশ্বের মতো জেরবার আমাদের রাজ্যও। লকডাউন ছিল একরকম পরিস্থিতি, এবার শিথিল হচ্ছে লকডাউন। অর্থাত্ বেরোতে হচ্ছে কাজেকম্মে। কিন্তু পরিবহণ কোথায়? সরকারি বাস? সে তো পেতেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বেসরকারি বাসের টিকিট কাটতে ফতুর অবস্থা। আর অটো? সে তো বলাই বাহুল্য। এই সময় 'মার্কেট'এ এল করোনা এক্সপ্রেস। ভাবছেন এটা আবার কী বস্তু? দেখতে পুরোই টোটো, তবে থাকছে বিশেষ ব্যবস্থা! প্রস্তুতকারক মুর্শিদাবাদেরই বাসিন্দা সুদীপ্ত গুন।
করোনা এক্সপ্রেসের গুরুত্ব কী?
তিন চাকার এই যানে থাকছে সর্বাধিক গুরুত্ব।
থাকছে সামজিক দূরত্ব বজায় রাখার জায়গা।
একটি করোনা এক্সপ্রেসে চার জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন, প্রত্যেক যাত্রীর মাঝে থাকছে কাচের সেপারেটর।
গাড়িতে উঠতে গেলে মাস্ক বাধ্যতামূলক।
প্রত্যেক যাত্রীর গাড়িতে ওঠার আগে হাত স্যানিটাইজ করার ব্যবস্থা রয়েছে অর্থাৎ তিন মোক্ষম দাওয়াই রয়েছে গাড়ির মধ্যেই।
যিনি বিশেষ টোটো বানালেন কী ভাবছেন?
প্রস্তুতকারক সুদীপ্ত গুনের আশা এই গাড়ি সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে এবং পুরনো টোটো যা যা আছে তারাও প্রয়োজন মনে করলে এই নতুন ব্যাবস্থা পুরনো গাড়িতে প্রতিস্থাপন করতে পারবেন।
সাধারণ টোটোর যা দাম তার থেকে করোনা স্পেশ্যাল এই গাড়িটির দাম সামান্য কিছু বেশি টাকা। করোনা আবহে এই করোনা এক্সপ্রেস বহরমপুর শহরে বাজার দখল করবে বলেই প্রস্তুত কারকের অনুমান।