ব্যাঙ্ক জালিয়াতির শিকার ব্যবসায়ী, এক ফোনেই খোয়া গেল ৫৪,৯২০ টাকা

আগের নম্বরে ফোন করার চেষ্টা হলে স্বাভাবিকভাবেই আর ফোনে পাওয়া যায়নি ওই ব্যক্তিকে। নিরাপত্তার কারণে ইতিমধ্যেই বাবুলকান্তি বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কার্ড ব্লক করে দেওয়া হয়েছে ৷ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি ৷ 

Updated By: Jun 12, 2019, 08:20 AM IST
ব্যাঙ্ক জালিয়াতির শিকার ব্যবসায়ী, এক ফোনেই খোয়া গেল ৫৪,৯২০ টাকা

নিজস্ব প্রতিবেদন: ফের ব্যাঙ্ক প্রতারণার শিকার নরেন্দ্রপুরের বাবুলকান্তি দে নামে এক ব্যবসায়ী ৷ পাঁচ দফায় মোট ৫৪ হাজার ৯২০ টাকা খুইয়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার একটি ফোন আসে ওই ব্যক্তির মোবাইলে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে কার্ড ব্লক করে নতুন ব্লক কার্ড দেওয়ার কথা বলা হয় তাঁকে। এরপর ফোনে একটি ওটিপি আসে বাবুলকান্তি বাবুর। সেটি শেয়ার করতেই দু বার ১০ হাজার, দু বার ৭ হাজার এবং শেষবার কেটে নেওয়া হয় ১৯ হাজার ৯২০ টাকা।

আরও পড়ুন: এনআরএস কাণ্ডের জের, আগামিকাল রাজ্যে ১২ ঘণ্টা আউটডোর পরিষেবা বন্ধ

এরপরই তড়িঘড়ি ব্যাঙ্কে পৌঁছান বাবুলকান্তি দে। সেখান থেকেই আগের নম্বরে ফোন করার চেষ্টা হলে স্বাভাবিকভাবেই আর ফোনে পাওয়া যায়নি ওই ব্যক্তিকে। নিরাপত্তার কারণে ইতিমধ্যেই বাবুলকান্তি বাবুর ব্যাঙ্ক   অ্যাকাউন্ট ও কার্ড ব্লক করে দেওয়া হয়েছে ৷

নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷ 

Tags:
.