রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া চিকিত্সকও ভুয়ো!

ভুয়ো ডাক্তারদের নিয়ে যখন তোলপাড়, তখন গা ঢাকা দিলেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া চিকিত্সক। নিজেকে লন্ডন ফেরত ডাক্তার বলে পরিচয় দিয়ে, দীর্ঘদিন ধরেই পসার জমিয়েছিলেন হাওড়ার শুভেন্দু ভট্টাচার্য। পার্সোনাল চেম্বার তো ছিলই, বেশ কয়েকটি নার্সিংহোমেও নিত্য যাতায়াত ছিল তাঁর। নিজেকে নোবেলের হেলথ কমিটির ডাক্তার হিসেবে পরিচয় দিতেন তিনি।

Updated By: Jun 1, 2017, 02:28 PM IST
রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া চিকিত্সকও ভুয়ো!

ওয়েব ডেস্ক : ভুয়ো ডাক্তারদের নিয়ে যখন তোলপাড়, তখন গা ঢাকা দিলেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া চিকিত্সক। নিজেকে লন্ডন ফেরত ডাক্তার বলে পরিচয় দিয়ে, দীর্ঘদিন ধরেই পসার জমিয়েছিলেন হাওড়ার শুভেন্দু ভট্টাচার্য। পার্সোনাল চেম্বার তো ছিলই, বেশ কয়েকটি নার্সিংহোমেও নিত্য যাতায়াত ছিল তাঁর। নিজেকে নোবেলের হেলথ কমিটির ডাক্তার হিসেবে পরিচয় দিতেন তিনি।

গত রবিবার থেকে তিনি আর বাড়ি ফেরেননি। মোবাইলও সুইচড অফ। তাঁর বিরুদ্ধে হাওড়ার ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিস এবং সিআইডি। জানা গিয়েছে, যে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতেন তিনি, সেটাও অন্য চিকিত্সকের নামে।

আরও পড়ুন, নামী নার্সিংহোম থেকে সরকারি হাসপাতাল, রাজ্যে ছড়িয়ে সাড়ে ৫০০ ভুয়ো ডাক্তার

.