চাকরি দেওয়ার নামে ৪০ হাজার টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

পুলিস সূত্রে খবর, এর আগে বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার হয়েছিল রঞ্জন ব্রহ্ম নামে ওই যুবক। 

Updated By: May 17, 2019, 04:55 PM IST
চাকরি দেওয়ার নামে ৪০ হাজার টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: ফের চাকরির নামে প্রতারণা, প্রতারণার শিকার আলিপুরদুয়ারের এক বাসিন্দা। শামুকতলা থানায় স্থানীয় বাসিন্দা স্বপন দেবনাথ অভিযোগ করেন সিভিক পুলিশে চাকুরি দেবার নাম করে ৪০ হাজার টাকা নিয়েছিলেন বারবিশার এক যুবক রঞ্জন ব্রহ্ম ৷ এরপরে সেই যুবক স্বপন দেবনাথকে জানান এখন কোনও চাকরি নেই। টাকা ফেরৎ চাইলে তাও দিতে অস্বীকার করে ওই যুবক। 

আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে বাড়িজুড়ে ফাটল, মধ্যরাতে ভিটে ছাড়া হলেন রানির বংশধররা

এরপরই রঞ্জন ব্রহ্মর নামে পুলিসে অভিযোগ জানায় দেবনাথ বাবু। অভিযোগের ভিত্তিতে রঞ্জন ব্রহ্মকে গ্রেফতার করেছে পুলিস। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিস। এর পেছনে আরও কোনও বড় চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে খবর, এর আগে বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার হয়েছিল রঞ্জন ব্রহ্ম নামে ওই যুবক। 

.