Farmer Suicide: দেনার দায়ে ফের 'আত্মঘাতী' কৃষক! এবার হুগলির আরামবাগে...

পরিবারের লোকেরা জানিয়েছেন, 'প্রচুর দেনা করে ফেলেছিলেন, আড়াই-তিন লক্ষ টাকা। ৭-৮ বিঘা জমি চাষ করেছিলেন। জমি সব নষ্ট হয়ে দিয়েছে। জলে ডুবেও গিয়েছে, ভেসে গিয়েছে।  সেই ধান উদ্ধার করতে পারেনি। তারজন্য মাথা ঠিক রাখতে পারেননি, এইরকম ঘটনাটা ঘটিয়েছেন'।  

Updated By: Dec 10, 2023, 04:26 PM IST
Farmer Suicide: দেনার দায়ে ফের 'আত্মঘাতী' কৃষক! এবার হুগলির আরামবাগে...

দিব্য়েন্দু সরকার  ও চম্পক দত্ত: 'আড়াই লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সমবায় ব্যাংক থেকে'। দেনার দায়ে ফের আত্মঘাতী কৃষক! এবার হুগলির আরামবাগে। এলাকায় শোকের ছায়া।

আরও পড়ুন:  Midnapur Medical College: 'ভুল' চিকিত্সায় ভেন্টিলেশনে, সন্তানকে সুস্থ করতে মন্ত্রীর পায়ে পড়লেন পরিবারের লোকজন

পুলিস সূত্রে খবর, মৃতের নাম জয়দেব সরকার। বয়স একাত্তর বছর। আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের কাঁচগোড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের লোকেদের দাবি, আরামবাগ শহরে ভাইপোর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জয়দেব। কবে? আজ, রবিবার সকালে।

পরিবারের লোকেরা জানিয়েছেন, 'প্রচুর দেনা করে ফেলেছিলেন, আড়াই-তিন লক্ষ টাকা। ৭-৮ বিঘা জমি চাষ করেছিলেন। জমি সব নষ্ট হয়ে দিয়েছে। জলে ডুবেও গিয়েছে, ভেসে গিয়েছে।  সেই ধান উদ্ধার করতে পারেনি। তারজন্য মাথা ঠিক রাখতে পারেননি, এইরকম ঘটনাটা ঘটিয়েছেন'।

এদিকে বিষ খেয়ে আলুচাষীর 'আত্মহত্যা'র ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়ও। মৃতের নাম বাপি ঘোষ। বাড়ি, চন্দ্রকোনার লাহিরগঞ্জে এলাকায়।

পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রায় ৪ বিঘা জমিতে পোখরাজ-সহ বিভিন্ন প্রজাতির আলু চাষ করেছিলেন বাপি। চাষের জন্য বিপুল অংকের টাকা ঋণ নিয়েছিলেন তিনি। তাঁদের অভিযোগ, অকাল বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়েছে। কিন্তু প্রশাসন পাশে দাঁড়ায়নি। ফসল নষ্টের আশঙ্কায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই কৃষক। শেষপর্যন্ত শুক্রবার রাতে বাড়িতেই বিষ খান তিনি।

আরও পড়ুন:  Gita Recitation in Mahesh: ৬২৭ বছরের প্রাচীন মাহেশে ১০০০ কণ্ঠে গীতাপাঠ! দেখুন এক্সক্লুসিভ ছবি ...

প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাপিকে। এরপর শনিবার সকালে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় ওই কৃষকের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.