Sonarpur: সোনারপুরে অভিনব কায়দায় ভর্তি করা হচ্ছে জলাভূমি, জানেই না স্থানীয় পঞ্চায়েত

Sonarpur: কী বলছে প্রশাসন? জলাভূমি ভরাট অন্যায় ও বেআইনী এমনটাই বলছেন প্রশাসনিক আধিকারিকরা ৷ খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন বিষয়টি তাঁর জানা নেই ৷ তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন

Updated By: Jun 26, 2024, 10:55 AM IST
Sonarpur: সোনারপুরে অভিনব কায়দায় ভর্তি করা হচ্ছে জলাভূমি, জানেই না স্থানীয় পঞ্চায়েত

তথাগত চক্রবর্তী: শহর কলকাতা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে সোনারপুরের খেয়াদহে বেআইনীভাবে চলছে জলাভুমি ভরাট ৷ পুর্ব কলকাতার জলাভূমি অংশের মধ্যে পড়ে এই অঞ্চল ৷ এই অঞ্চলের জলাভূমি রক্ষায় রয়েছে বিশেষ আইনও ৷ তারপরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে জলাভুমি ভরাটের কাজ ৷

আরও পড়ুন-ঐক্যমত অধরা, স্পিকার পদে আজ ভোটাভুটি, জেনে নিন চার দশক পর হওয়া এই নির্বাচন সম্পর্কে
 
কীভাবে হচ্ছে ভরাট? পাইপ লাইনের মাধ্যমে কাদা মিশ্রিত জল সরাসরি জলাভূমিতে যাচ্ছে ৷ এই জল শুকনো হলে সিমেন্টের থেকেও শক্ত হবে ৷ তারপর এইখানে অনায়াসে তৈরি করা যাবে বহুতল ৷ শহর কলকাতায় যেসমস্ত বড় বড় আবাসন তৈরি হচ্ছে সেখানে পাইলিং করার সময় মাটির নীচ থেকে কাদা মিশ্রিত যে জল তোলা হচ্ছে তা ভরা হচ্ছে গাড়িতে ৷ সেই গাড়ি অনায়াসে চলে আসছে ঘটনাস্থলে ৷ ১২ বছর ব্যবহারের পর বিভিন্ন পেট্রোলিয়াম সংস্থার গাড়ি বাতিল হয়ে যায় ৷ সেই গাড়িই লাগানো হচ্ছে এই কাজে ৷ জলাভূমি পর্যন্ত পাইপ পাতায় আছে ৷ অন্যদিকে গাড়ি এলে ট্রাঙ্কারের সাথে পাইপ জুড়ে দিয়ে অনায়াসে চলছে জলাভূমি ভরাট ৷

কারা করছেন এই কাজ? শাসকদলের একাংশ এর সাথে যুক্ত বলে অভিযোগ ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যার পরিবারের এক সদস্যের মদতে এই কাজ হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের ৷ তবে সবার চোখের সামনে এই কাজ হলেও কেউই কিছু প্রকাশ্যে বলতে রাজি নন ৷ এলাকার বাসিন্দাদের বক্তব্য, প্রতিবাদ করেও কোনও লাভ নেই, এখন চোরের রাজত্ব, সৎ লোকের কোনও দাম নেই, তাছাড়া সত্যি কথা বললে পেটে ভাত জুটবে না ৷

কী বলছে প্রশাসন? জলাভূমি ভরাট অন্যায় ও বেআইনী এমনটাই বলছেন প্রশাসনিক আধিকারিকরা ৷ খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন বিষয়টি তাঁর জানা নেই ৷ তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন ৷ এলাকার পঞ্চায়েত সদস্য রীতা মন্ডল জানান তারও বিষয়টি জানা নেই ৷ তার পরিবারের সদস্যের উপর অভিযোগ উঠলেও তা ভিত্তিহীন বলেই দাবি ৷ যদিও তার দাবি কলকাতা থেকে বড় বড় প্রমোটার এসে এখানে ভরাটের কাজ করছে ৷ তারা নেতৄত্বকে জানিয়েই এই কাজ কাজ করছে ৷ ফলে তাদের কিছু করার নেই বলেই তার বক্তব্য ৷

বাম নেতা ও সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী অবশ্য এই ঘটনায় সরাসরি শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ শাসকদলের নেতাদের মদতে ও পুলিশের সহযোগিতায় এই কাজ চলছে বলে তাঁর অভিযোগ ৷

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.