Malbazar: সরু রাস্তায় পৌঁছালনা দমকল, সম্পূর্ণ ভস্মীভূত বাড়ি

আগুনে বাড়িটি সম্পুর্ন ভস্মীভূত হলেও হতাহতের কোন খবর নেই।

Updated By: Mar 31, 2022, 08:42 AM IST
Malbazar: সরু রাস্তায় পৌঁছালনা দমকল, সম্পূর্ণ ভস্মীভূত বাড়ি
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগুনে ভস্মীভূত মালবাজারের একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমা ক্রান্তি ব্লকের ঝাড়গ্রাম মৌজায়। 

প্রাথমিক অনুমান ফরিদুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী বাড়িতে শর্ট সার্কিটের থেকে আগুন লেগে যায়। আগুনের শিখা দেখে লোকজন ছুটে আসে। তবে বাড়ির লোকজন ঘর থেকে পালিয়ে জেতে সক্ষম হন। কোনও হতাহতের খবর নেই বলেই জানা গেছে। 

আরও পড়ুন: সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারার চেষ্টা; অভিযুক্ত ছেলে, বৌমা

স্থানিয় বাসিন্দা জাকির হোসেন বলেন, সকাল ৭টা নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন লাগার পর গ্রামবাসীদের প্রচেষ্টায় শুরুতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল এলেও রাস্তার চওরা কম থাকায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনে বাড়িটি সম্পুর্ন ভস্মীভূত হলেও হতাহতের কোন খবর নেই। সকাল সকাল এরকম ঘটনা ঘটায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক পরিবেশ দেখা দিয়েছে।

বাড়ির মালিক ফরিদুল ইসলাম বলেন, হঠাৎ করে আগুন লেগে সম্পুর্ন ঘরটি পুড়ে গেছে। কিছুই বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। গ্রামের মানুষেরাই বালতি করে জল এনে আগুন কিছুটা নেভায়। গ্রামের মানুষ সহযোগিতা না করলে আগুন অন্যত্র ছড়িয়ে জেত বলে জানা গেছে। বাড়ির মালিক জানিয়েছেন অনেক টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.