কসবায় বহুতলে আগুন, বার করে আনা হল আতঙ্কিত বাসিন্দাদের

রুবি কানেক্টরের কাছে কসবায় একটি বহুতলে আগুন লাগে। 

Updated By: Feb 6, 2019, 10:27 AM IST
কসবায় বহুতলে আগুন, বার করে আনা হল আতঙ্কিত বাসিন্দাদের

 নিজস্ব প্রতিবেদন:  কসবায় বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন দমকলকর্মী।

আরও পড়ুন: জাগুলির কাছে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ যাত্রী

রুবি কানেক্টরের কাছে কসবায় একটি বহুতলে আগুন লাগে। দোতলায় আগুন লাগে বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।  আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের বাসিন্দারা।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বহুতলের বাসিন্দাদের বার করে আনা হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  অসুস্থ দমকলকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারকে কবে জেরা করবে সিবিআই? জানালেন CBI যুগ্ম অধিকর্তা

অন্যদিকে, নদিয়ার চাকদহে উত্তর পাঁচপোতা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই কারখানায় কোনওপকেট ফায়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

.