এবার জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া জঙ্গল, জ্বলন্ত 'আগ্নেয়গিরি'কে বাগে আনতে হিমশিম খাচ্ছে দমকল

। প্রাথমিকভাবে এর ভয়াবহতা আঁচ করতে পারেননি কেউই। বুধবার তা ভয়ঙ্কর আকার নেয়।

Reported By: মৌপিয়া নন্দী | Updated By: Apr 8, 2020, 11:04 AM IST
এবার জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া জঙ্গল, জ্বলন্ত 'আগ্নেয়গিরি'কে বাগে আনতে হিমশিম খাচ্ছে দমকল

নিজস্ব প্রতিবেদন: প্রকৃতি যেন সত্যিই রুষ্ট! গতবছর আমাজন অরণ্য়ের পর এবার ছাই হয়ে যেতে বসেছে বাঁকুড়ার শুশুনিয়া জঙ্গল।
গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার এই জঙ্গলে ধিক ধিক করে আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে এর ভয়াবহতা আঁচ করতে পারেননি কেউই। বুধবার তা ভয়ঙ্কর আকার নেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩ তারিখ থেকে আগুনের শিখা জঙ্গলে দেখা দিয়েছে। ৪ তারিখ গ্রামবাসীরা নিজেরাই চেষ্টা করছিলেন আগুন নেভানোর। তা খানিকটা আয়ত্তেও এনে ফেলেছিলেন তাঁরা। কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে গিয়েছে, তা বোঝা যায় বুধবার সকালে। এদিন ফের দাউ দাউ করে জঙ্গলে জ্বলে ওঠে আগুন।

লকডাউনের বাজারে খুলল ফুলবাজার, ভিড় কম হলেও স্বস্তির হাসি ব্যবসায়ীদের মুখে
পাহাড় জুড়ে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। সে এক অদ্ভূত দৃশ্য়। পাহাড়ের কোলে লেলিহান শিখা- দেখার জন্য ভিড় জমাচ্ছে মানুষ। দূর থেকে যেন মনে হচ্ছে, জ্বলছে কোনও আগ্নেয়গিরি!
দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভানোর। কিন্তু এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখা যায়নি। এবারও প্রচুর বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা করছেন গ্রামবাসীরা। একে করোনার আতঙ্ক, তারপর এহেন বিপর্যয়ে কার্যত বিধ্বস্ত বাঁকুড়াবাসী।

.