খড়দহের বড় বাগানে অপটিক্যাল ফাইবারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর একটি অপটিক্যাল ফাইবারের গোডাউনে আগুন লাগে। ওই গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার জন্যই দ্রুত ছড়ায় আগুন। পাশেই রয়েছে ট্রান্সফরমারের গোডাউন। যার ফলে বিপদের আশঙ্কা আরও বেশি ছিল। গতকাল রাত তিনটে নাগাদ খড়দহের বড় বাগান এলাকার ওই কারখানায় আগুন লাগে।
![খড়দহের বড় বাগানে অপটিক্যাল ফাইবারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড খড়দহের বড় বাগানে অপটিক্যাল ফাইবারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/25/84181-khardaha25-4-17.jpg)
ওয়েব ডেস্ক: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর একটি অপটিক্যাল ফাইবারের গোডাউনে আগুন লাগে। ওই গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার জন্যই দ্রুত ছড়ায় আগুন। পাশেই রয়েছে ট্রান্সফরমারের গোডাউন। যার ফলে বিপদের আশঙ্কা আরও বেশি ছিল। গতকাল রাত তিনটে নাগাদ খড়দহের বড় বাগান এলাকার ওই কারখানায় আগুন লাগে।
আরও পড়ুন প্রেমের প্রস্তাবে 'না',ধর্ষণের চেষ্টা কিশোরীকে , চলল ব্লেড হামলা
খবর পেয়েই তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২০টি ইঞ্জিন। ৩ ঘণ্টার লাগাতার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কী থেকে এত বড় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন গরুমারা জাতীয় উদ্যানে ফের চোরাশিকারের থাবা, উধাও আরও একটি গণ্ডার